বিসিএস এর জন্য গুরুত্বপূর্ণ বাগধারা:
ঢাকের কাঠি
– মোসাহেব
পায়াভারি –
অহংকার
ধামাধরা –
চাটুকারিতা
গোবর গণেশ –
অপদার্থ/মূর্খ
গৌরচন্দ্রিকা –
ভূমিকা
শিবরাত্রির সলতে –
একমাত্র সন্তান
টেকে গোঁজা –
পকেট ভারী করা
লেজে খেলানো –
বশীভূত করা
ব্যঙ্গের আধুলি –
অর্থের অহংকার
অন্তর টিপুনী –
গোপন ব্যথা
বাপের ঠাকুর –
উচ্ছন্নে যাওয়া
হালে পানি পাওয়া –
বিপদমুক্ত হওয়া
শিরে সংক্রান্তি –
আসন্ন বিপদ
ধোপদুরস্ত –
পরিপাটি
ধর্মের ষাঁড় –
যথেচ্ছাচারী
কাপুড়ে বাবু –
বাহ্যিক সভ্য
নেই আঁকরা –
একগুঁয়ে
কোলাব্যাঙ –
বাকসর্বস্ব
ভানুমতীর খেল –
ভেলকিবাজি
আঁতে ঘা –
মনে কষ্ট
লক্ষ্মীর বরযাত্রী –
সুসময়ের বন্ধু
কচ্ছপের কামড় –
নাছোড়বান্দা
ক অক্ষর গোমাংস –
অশিক্ষিত ব্যক্তি
তালপাতার সেপাই –
অনেক দুর্বল
আষাঢ়ে গল্প –
মিথ্যা গল্প
অজগর বৃত্তি –
আলসেমি
পোড় খাওয়া –
বিপদ পেরিয়ে আসা
আট কপালে –
মন্দভাগ্য
কুঁড়ে স্বভাব –
আঠারো মাসে বছর
আমড়া কাঠের ঢেঁকি –
অপদার্থ
ঊনপাঁজুরে –
দুর্বল
ইঁদুর কপালে –
মন্দভাগ্য
গাছ পাথর –
হিসাব নিকাশ
উড়নচণ্ডী –
অমিতব্যয়ী
উলুখাগড়া –
গুরুত্বহীন লোক
ইতর বিশেষ - পার্থক্য
Read More: বিসিএস পরীক্ষায় আসা বিপরীত শব্দ